কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন? (২:২৪৫)
নওমুসলিম কল্যাণ ফাউন্ডেশন – এর সেবা কার্যক্রমসমূহঃ

ওয়ান-স্টপ সার্ভিস
একটি প্ল্যাটফর্ম যেখানে নওমুসলিমরা একে অন্যের সাথে পরিচিত হবার সুযোগ পাবে। ভাই ও বোনদের আলাদা দীনি কমিউনিটি গড়ে উঠেছে। যাবতীয় সমস্যা, সমস্যাগুলো সমাধান করতঃ টার্গেট পূরণ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। প্রশাসনিক, আর্থিক, ইলম ও সার্বিক দায়িত্বপ্রাপ্তগণ নিয়মিত কাজের অগ্রগতির ব্যাপারে চিন্তা-ফিকির করবেন।

কাউন্সিলিং প্রদান
পরিবার-সমাজ থেকে আলাদা হওয়া, আত্মীয়-স্বজনের অসুস্থতা, মৃত্যু, বেকারত্ব, অভাব, দুর্বলতা- ইত্যাদি কারণে মানসিকভাবে বিপর্যস্ত নওমুসলিমদের কাউন্সিলিং করা প্রয়োজন। ইসলাম গ্রহণ করতে চাইলে কী করণীয়, ইসলামে দাখিল হবার পর কী কী ব্যবস্থা গ্রহণ করতে হয়, কীভাবে আল-কুরআন, নামাজ শিক্ষা সহ যাবতীয় ইসলামি হুকুম-আহকামগুলো মেনে চলবো সে বিষয়ে কাউন্সিলিং প্রদান করার পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতকরণ
ইসলাম গ্রহণের কারণে অনেক ভাই-বোন বা পরিবার প্রহার/অত্যাচার-এর শিকার হন। অনেক ক্ষেত্রে প্রাণ নাশের হুমকিও দেখা যায়। সেক্ষেত্রে ভাই বা বোন বা পরিবারের নিজ বাসা ও এলাকার মানুষদের সংস্পর্শে ও অধীনস্ত হয়ে থাকা অনিরাপদ হয়ে পড়ে। তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে স্বাধীনভাবে জীবন ধারণের ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। তাদের জন্য ছোট পরিসরে আমাদের স্বল্প সামর্থ্যে নিরাপত্তা নিশ্চিতকরণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার ব্যবস্থা
শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন মানুষকে তার যোগ্যতা ও অবস্থান অনুসারে দীন ও দুনিয়াবি উভয় পথ ও পদ্ধতিতে শিক্ষিত হওয়া প্রয়োজন। ইসলাম গ্রহণের মতো এখলাসপূর্ণ ও আল্লাহ্র কাছে প্রিয় একটি পদক্ষেপের কারণে কেউ সেই অধিকার থেকে বঞ্চিত হবে-এটা কখনোই কাম্য নয়। সেই অধিকার প্রাপ্তি

চিকিৎসা সেবা প্রদান
খতনা-পুরুষদের জন্য দীনের একটি গুরুত্বপূর্ণ ও উপকারী আহকাম। খৎনাকে ইসলামিক বিশ্বাসের একটি পরিচয় এবং চিহ্ন হিসেবে দেখা হয়। অসহায় ও গরীব নওমুসলিমদের যাদের খতনা করানোর মতো সামর্থ্য নেই, তাদের জন্য খতনার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, অসুস্থ নওমুসলিমদের সুলভ মূল্যে চিকিৎসার জন্য দক্ষ চিকিৎসকের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

নাম পরিবর্তনে সহায়তা
ইসলাম গ্রহণ করার পর বয়স ১৮ হলেই উকিল ও ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণযোগ্য হলফনামা (এফিডেভিট) করে নিতে হবে। NID, Certificate সহ যাবতীয় সনদে নাম পরিবর্তন সবার জন্য জরুরি নয়। তবে, পরিস্থিতির শিকার হলে আইনি নিয়মকানুন পালন করতঃ নাম পরিবর্তনের পদ্ধতি বিষয়ক সুপরামর্শ প্রদান করার পরিকল্পনা রয়েছে।

হস্তশিল্প/কারিগরি/কম্পিউটার প্রশিক্ষণ
বেকারত্ব দূরীকরণে মেয়েদের জন্য হস্তশিল্পতে দক্ষতা অর্জন করলে ঘরের পরিবেশে থেকে উপার্জনের সুযোগ পাওয়া যেতে পারে। পুরুষদের জন্য যথাযথ সময়ে কারিগরি, বিষয়ভিত্তিক, ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, বেসিক কম্পিউটার প্রশিক্ষণসমূহ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।

কর্মসংস্থান (ব্যবসা/চাকরি)
হালাল উপার্জন মানুষকে প্রশান্তি ও সুকুন এনে দেয়। ইবাদত, প্রার্থনা, আল্লাহ্র হুকুম মানা ও নিষেধ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নওমুসলিমদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগামী হিসেবে গরে তুলতে পারি। প্রতিযোগিতামূলক কর্ম্বাজারে সৎ ও অধ্যবসায়ী নওমুসলিমদের যোগ্যতা অনুযায়ী চাকরি ও ব্যবসার মাধ্যমে হালাল কর্মসংস্থানের ফিকির করার পরিকল্পনা রয়েছে।

পারিবারিক ও সামাজিক যোগাযোগ
মা-বাবা সহ অন্যান্য আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোন বিধান ইসলামে নেই। তাদের খোঁজ-খবর রাখা, সাধ্যমত ভরণ-পোষণের ব্যবস্থা করা সহ আত্মীয়-স্বজনের সাথে দীনের জন্য সুসম্পর্ক রাখতে হবে। আমরা নওমুসলিমরাই একটি বৃহৎ পরিবার। ইসলামে ফিরে আসা ভাই ও বোনদেরকে নতুন পরিবার ও সমাজের সাথে যোগাযোগ বন্ধনে আবদ্ধ করিয়ে দেয়ার সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে।
আমাদের উদ্দেশ্য
নবীজী মুহাম্মাদ সল্লাল্লহু আলাইহি ওয়াসল্লামের মিশন (Prophetic Mission) ছিলো সহানুভূতি এবং বুদ্ধিমত্তা সহকারে গোটা বিশ্বে ইসলাম-এর সুমহান বাণী পৌঁছে দেয়া। ইসলাম এমন এক হৃদয়গ্রাহী দাওয়াত, যার আহবানে প্রতিদিন-ই সারা বিশ্বের অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করে ধন্য হচ্ছেন।
‘নওমুসলিম কল্যাণ ফাউন্ডেশন -NWF(New Muslim Welfare Foundation), আর্ত মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান । অসহায় ও দু:স্থ রিভার্ট বা কনভার্টেড বা নওমুসলিমদের মানসিক সাপোর্ট, অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা, চারিত্রিক উন্নয়ন এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিতকরণের নিমিত্তে কিছু নওমুসলিমদের দ্বারা পরিচালিত এ ক্ষুদ্র প্রতিষ্ঠান-টি কাউন্সিলিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Talk to us
Have any questions? We are always open to talk about your business, new projects, creative opportunities and how we can help you.
ধন্যবাদ , আমাদের ওয়েবসাইট-টি ভিজিট করার জন্য !
আমরা খুব খুশি হব আপনি আমাদের সাথে যোগাযোগ করলে, আপনার সুপরামর্শ ও দোয়ার মাধ্যমে আমাদের এ উদ্যোগে পাশে থাকলে, আমাদের ভুলত্রুটিগুলো বন্ধু ও সহযোগী হয়ে শুধরিয়ে দিলে।