নওমুসলিম আব্দুর রহমান আরিফী ভাইয়ের এফিডেভিট সম্পন্ন হয়েছে।
ভাইটি কালেমা পড়েছিলেন ২০২১ সালের মার্চ মাসে। বাড়িতে ইসলাম গ্রহণের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ঘর ছাড়া।
বর্তমানে হেদায়াতুন নাহুতে পড়ছেন।
ভাইটির বাবা মা একটি উ’গ্র’বাদী অশান্তিকামী অমানবিক দলের সদস্য। একমাত্র সন্তানের ইসলাম পালনের ব্যাপারে তাদের মন্তব্য হচ্ছে তোমার ধর্ম তুমি পালন কর, আর আমাদের ধর্ম আমরা।
সকলের নিকট দোয়াপ্রার্থী আল্লাহ তায়ালা যেনো ভাইটির আব্বু আম্মুকে ঈমান আনার তৌফিক দান করেন আমীন।