নওমুসলিম কল্যাণ ফাউন্ডেশনের জন্য স্বেচ্ছাসেবক প্রয়োজন।
আলহামদুলিল্লাহ্ ! আমরা কয়েকজন নওমুসলিম ভাইগণ একত্রিত হয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধান ও পরামর্শে নওমুসলিমদের দীনি ও দুনিয়াবি মৈলিক প্রয়োজন এবং সমস্যা সমাধানে কাজ করে চলেছি।
সমস্যাসংকুল নওমুসলিম ও অসহায় মুসলিমদের তুলনায় আমাদের সামর্থ্য, কার্যক্রম ও জনবল অতি ক্ষুদ্র। আমাদের কার্যক্রম ও পরিসর বৃদ্ধি করা অতীব জরুরি হয়ে পড়েছে। কিন্তু , আমাদের কাছে দক্ষ জনবল নেই। মোটা অংকের বেতন দেয়ার মত সামর্থ্যও নেই।
কিন্তু, আল্লাহ্র শপথ ! আমাদের একটি একটি মুখলিছ স্বপ্ন আছে; যার শুরু ও শেষ শুধুমাত্র আল্লাহ্ তায়ালাকেই সন্তুষ্টি করার জন্য।
যেই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পেলে ইনশা আল্লাহ্ অদূর ভবিষ্যতে আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠানটি অনেক অসহায় নওমুসলিম ও সাধারণ নাগরিকদের দীনি ও দুনিয়াবি প্রয়োজনে পাশে থাকতে পারবে।
আমরা আশা করবো – আপনাদের যোগ্যতা ও সময় দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ্ তায়ালার দেয়া নেয়ামত আল্লাহ্র সন্তুষ্টির কাজে ব্যয় করার সুযোগ যারা হাতছাড়া করতে চান না- এমন ভাই-বোনেরা অতি সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করুন।
কাজের ক্ষেত্রঃ
-১। উপস্থাপক
-২। ভিডিও ইডিটর
-৩। গ্রাফিক্স ডিজাইন
-৪। সোশ্যাল মিডিয়া ম্যানেজার