নওমুসলিম কল্যাণ ফাউন্ডেশনের অক্টোবর মাসের কার্যক্রম সমূহ।

নওমুসলিম কল্যাণ ফাউন্ডেশনের অক্টোবর মাসের কার্যক্রম সমূহ।

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিবার পরিজন ত্যাগ করে আসা নওমুসলিম ভাই ও বোনদের সহায়তায় কাজ করে যাচ্ছে নও মুসলিম কল্যাণ ফাউন্ডেশন।

এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলক প্রতিষ্ঠান।

নও মুসলিম কল্যাণ ফাউন্ডেশনের অক্টোবর মাসের কার্যক্রমসমূহ:

খুলনা ও ঢাকায় দুইজন নওমুসলিমা বোনকে এফিডেভিট সেবা প্রদান করা হয়েছে।

রাজশাহীতে একজন নওমুসলিম ভাইয়ের এফিডেভিট সেবা প্রদান করা হয়েছে।

বরিশালে একজন ভাইকে খতনা সেবা প্রদান করা হয়েছে।

সাভারে একজন নওমুসলিমা বোনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

একজন নওমুসলিম ভাইকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দুইজন নওমুসলিম ভাইয়ের চিকিৎসা বাবদ খরচ বহন করা হয়েছে।

একজন ভাইয়ের দ্বীন শিক্ষা বাবদ খরচ বহন করা হয়েছে।

সিলেটের একজন ও চট্টগ্রামের একজন মোট দুইজন নওমুসলিম ভাইয়ের শিক্ষা বাবদ খরচ বহন করা হয়েছে।

একজন নওমুসলিম ভাইয়ের ভরণপোষণ বাবদ খরচ বহন করা হয়েছে।

আপনাদের প্রেরিত অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে এবং হবে ইনশাআল্লাহ।

নওমুসলিমদের প্রয়োজনে শরীক হতে:

১| নগদ/রকেট/উপায় পার্সোনাল – 01408-648333

২। বিকাশ পেমেন্ট-

01408-648333

৩| A/C Name: New Muslim Counseling Center

A/C No.: 2050 1310 2092 72802

Routing No: 125262981

Islami Bank Bangladesh PLC (IBBL)

Mirpur Branch, Dhaka.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *