পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন নওমুসলিম ভাইয়ের জন্য কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে।
নওমুসলিম ভাই-টি দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে পড়েন। ভাইয়ের কোন কম্পিউটার নেই। আমাদের এক দ্বীনি ভাই উনার দামি ম্যাকবুক প্রো নওমুসলিম ভাইকে দিয়ে দেন। আমাদের ক্ষুদ্র মেহনতে আপনাদের পাঠানো অর্থে ভাই-এর জন্য একটি মনিটর কেনা হয়েছে। ইনশা আল্লাহ ভাইয়ের দীনী তাকাজা ও দুনিয়াবি হালত পূরণে এটি কাজে লাগবে। খুব দ্রুতই ইনশা আল্লাহ ভাইয়ের কাছে আপনাদের আমানত পৌঁছে দেয়া হবে।
কয়েকজন নওমুসলিম ভাই কর্মসংস্থানের সন্ধানে আছেন। আমরা সে ব্যাপারে যথাসাধ্য ফিকির করছি। আপনারা চাইলে সেক্ষেত্রে আমাদের সাথে ফিকিরবান হতে পারেন।
আল্লাহ তায়ালা আমাদের কর্মপ্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করেন। আমিন।