মোহাম্মদ-আবদুল্লাহ-সাঈদ-জুয়েল-শীল

আমাদের ভাই মোহাম্মদ আবদুল্লাহ সাঈদ (জুয়েল শীল)-এর স্বলিখিত আত্মজীবনী (শেষ পর্ব)

আমাদের ভাই মোহাম্মদ আবদুল্লাহ সাঈদ (জুয়েল শীল)-এর স্বলিখিত আত্মজীবনী (শেষ পর্ব)

(১১ জানুয়ারি,২০২৩ইং-এ তেজগাঁও এলাকায় ট্রেন দূর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাকে অনেক ভালো রেখেছেন।)

=================================

শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে বাড়ি চলে যা, না হলে তুই কোথাও যেতে পারবি না। আমি ওইদিকে কান দেই না।

আমি মহান রব্বুল আলামীন এর উপর তাওয়াক্কুল করে হাঁটছি। তখন রাত প্রায় আটটা। আমি একটা ছেলের কাছে জিজ্ঞাসা করি যে মেইন রোড কত দূরে। সে বলল প্রায় ৫-৬ কিলোমিটার। আমি বললাম আমি তো রাস্তা চিনি না। আমি কিন্তু সেদিন ভাত খাইছিলাম সকালে আর বিকেল চারটার দিকে হালকা নাস্তা করেছিলাম।

আমি আরেকটা ছেলেকে সিএনজির ব্যবস্থা করতে বলি। সে আমাকে একটা দোকানে নিয়ে যায়। দোকানদার দ্বীনদার ছিল। আরেকটা কথা যেখানে বান্দারা সামর্থ্য শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু যেমনটা হয়েছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম, ইউনুস আলাইহিস সালাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়সালাম এর বেলায়।

আমাকে সিএনজিওয়ালা দোকানে নিয়ে গিয়ে নাস্তা খাওয়ালো। তারপর দোকান ওয়ালা আমাকে 50 টাকা হাদিয়া দিয়ে সিএনজিতে তুলে দেয়। সিএনজির মধ্যে একটা ছেলেকে আমার এই কথাগুলো বলি সে খুব খুশি হয় এবং আমাকে নিয়ে রামু চলে যায়। সেখানে তার হোটেলে নিয়ে গিয়ে ভাত খাওয়ায় তারপর গাড়িতে তুলে দেয়।

===================================

চকরিয়া নেমে সেখানে এক ভাইয়ের দোকানে যাই তার সাহায্যেই চলে আসি আমার গন্তব্য স্থানে। আল্লাহর রহমতে আমি এখন অনেক অনেক সুখে আছি। যা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ!

ইসলামের বিভিন্ন দল উপদল সম্পর্কে আমার মোটামুটি ধারণা ছিল।

নবীজী বলেছেন মুসলিমদের মধ্যে 73 টি দল হবে। আল্লাহর রহমতে আমি তেমন কোনো সমস্যায় পড়ি নি।

আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর একজন গোলাম হতে পেরে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। পৃথিবীতে প্রায় ৬০০ কোটি মানুষ অমুসলিম। সেখান থেকে আল্লাহ আমার মত একজন নিকৃষ্ট লোককে বাছাই করেছেন।

আলহামদুলিল্লাহ! আমি কোন মুখে আল্লাহর প্রশংসা করবো বুঝতে পারছিনা।

জন্মগত মুসলিমদের অধিকাংশ মানুষ ইসলামের মতো একটি সত্য ধর্ম পেয়েও অবহেলা করছে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর বিধান তাদের কঠিন মনে হয়।

আল্লাহ তাআলা কুরআনের সূরা হাশরের 19 নং আয়াতে বলেন

وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ نَسُوا۟ ٱللَّهَ فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَٰسِقُونَ

তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরা পাপাচারী লোক।

আমি ভবিষ্যতে একজন বড় দায়ী হতে চাই। যাতে আমি হাজারো কোটি মানুষকে আল্লাহর গোলাম বানাতে পারি, আমি সমস্ত মুসলমানদের বলবো আপনারা সবাই দিনের খেদমতের জন্য প্রস্তুত হন।

আপনারা সবাই আমার পরিবারের হেদায়েতের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ !

(আমাদের ভাই চিরবিদায় নিয়ে চলে গেছেন; আমাদের জন্য রেখে গেছেন শিক্ষা। আল্লাহ তায়ালা আমাদের বোঝার ও আমল করা তৌফিক দান করুন; আমিন)

Similar Posts

6 Comments

  1. আল্লাহ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করো।আমিন।

  2. হে আল্লাহ আমার ভাইটাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো।

  3. হে আল্লাহ ভাইটিকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমিন। এই জীবন কাহিনী অন্যদের জন্য হবে পথ প্রদর্শক।

  4. অন্তরের অন্তস্তল থেকে দোয়া রইল আমার দ্বীনি ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে মাফ করেন এবং জান্নাতুল ফেরদৌসের দান করেন।🤲😢

  5. এই ভাইয়ের গল্প আগে একবার পড়ছিলাম… ওইটার সঙ্গে এইটার কোন মিল পাইলাম না…ওই গল্পে অনেক গুরুত্বপূর্ণ কিছু ছিল ইসকন সম্পর্কে তাছাড়া এই ভাইয়ের জীবনীতেও অনেক ভালো কিছু ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *