Challenges
একজন নওমুসলিমকে যেসকল সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে
- ‘লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ অর্থঃ আল্লাহ্ তায়ালা ছাড়া কোন ইলাহ (মালিক, প্রভু,উপাস্য,বিধানদাতা,জীবনদাতা,রিজিকদাতা ইত্যাদি) কেউ নাই এবং হযরত মুহাম্মাদ সল্লাল্লহু আলাইহি ওয়া সল্লাম আল্লাহ্ তায়ালার প্রেরিত রাসূল- এ কথা অন্তরে ও মুখে স্বীকার করার মাধ্যমে আপনি ইসলামে প্রবেশ করলেন। আলহামদুলিল্লাহ্ ! এখন পরিবার, বন্ধু-বান্ধব ও সমাজের চাপের সম্মুখীন হওয়া লাগতে পারে। সমাজ ও সমাজের মানুষদের (হিন্দু/অবুঝ মুসলিম/খ্রিস্টান সহ সকলের) সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়বে।
- ইসলামী রীতিনীতি এবং আচার-অনুষ্ঠান সম্পর্কে জ্ঞানের অভাব।
- নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের দিক থেকে সমস্যার সম্মুখীন হওয়া।
- খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা কঠিন হয়, যেমন হালাল-হারামের বিষয়গুলো।
- নবীজীর সুন্নাহ অনুসারে জীবনযাপন করার চ্যালেঞ্জ।
- মহিলাদের ক্ষেত্রে পোশাকের বিধি-নিষেধ মানা কঠিন হয়।
- কখনও কখনও জাতীয়তাবাদী মানসিকতার প্রতি মুখোমুখি হতে হয়।
- অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হয় যদি পরিবারের অন্য সদস্যরা সহযোগিতা না করে।
Talk to us
Have any questions? We are always open to talk about your business, new projects, creative opportunities and how we can help you.